Group Endowment Insurance

পরিচিতি:

অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, শিল্প কারখানা, ব্যাংক-বীমা ও আর্থলগ্নী প্রতিষ্ঠান এবং এনজিওতে কর্মরত কর্মকর্তা-কর্মচারী  অথবা বেতনভুক্ত শ্রমিক বা সতিতির অর্ন্তভুক্ত স্বাধীন আয় নির্ভর পেশাজীবিদের সঞ্চয় ও আর্থিক নিরাপত্তার বিধানে গ্ররুপ জীবন বীমা । এই বীমা চুক্তির আওতায় বীমা অংকের ১০০ ভাগ মৃত্যুজনিত আর্থিক ঝুঁকি ও প্রিমিয়ামের ১০০ ভাগ মেয়াদপূর্তি সুবিধা প্রদান করা হয়। অর্থাৎ কোন ব্যাক্তি এই প্রকল্পের আওতায় এক লাক্ষ টাকা (লাভ বিহীন) বীমা গ্রহান করলে সে ক্ষেত্রে মেয়াদের মধ্যে বীমা গ্রহীতা যদি মৃত্যুবরণ করেন তাহলে মনোনীতককে এক লক্ষ টাকা মরনোত্তর বীমা দাবী হিসাবে প্রদান করা হবে। অথবা মেয়াদপুর্তিতে প্রিমিয়ামের ১০০ ভাগ ফেরত দেয়া হবে।

উল্লেখিত গ্রুপ মেয়াদী একক মেয়াদী বীমার তুলনায় প্রিমিয়াম কিছুটা কম দিতে হয়।  কোন প্রতিষ্ঠানের কম পক্ষে ১০ জন সদস্য হলেও  তাদের গ্রুপ বীমা করানো হয়। এ বীমা প্রকল্পের আওতায় সদস্য/সদস্যাদের মেয়াদ পূর্তিতে বয়স ৫৫ থেকে ৬০ বছর পর্যন্ত হয়ে থাকে। যদি কোন সংস্থার কোন সদস্য/সদস্যা বীমা অন্তুভুক্তির পর যদি চাকুরী ছেড়ে অন্যত্র চলে যান সেক্ষেত্রে সংস্থার অনুমতিক্রমে সংশ্লিষ্ট সদস্য/সদস্যা এককভাবে বীমা চালু রাখতে চাইলে সে সুবিধাও দেয়া যায়।