Fareast Apps ,Composite Service center & TVC এর শুভ উদ্বোধন

  • ফারইষ্ট টাওয়ারের রজনীগন্ধা অডিটরিয়ামে অনুষ্ঠিত হলো সরকারের Digitalization এর কার্যক্রমের সাথে মিল রেখে উন্নত গ্রাহক সেবার লক্ষ্যে ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের Fareast Apps, Composite Service Center & TVC এর শুভ উদ্ধোধন । উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মোঃ শফিকুর রহমান পাটোয়ারী। কোম্পানী’র চেয়ারম্যান মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের সভাপতি শেখ কবির হোসেন। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন কোম্পানী’র মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ হেমায়েত উল্যাহ্। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য গকুল চাঁদ দাস , পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি.এম ইউসুফ আলী। এসময় কোম্পানীর ভাইস চেয়ারম্যান প্রফেসর ডঃ ইফ্ফাৎ জাহান, নিবার্হী কমিটির চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হেলাল মিয়া ও বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নিবার্হী পরিচালকদ্বয় ড. শেখ মহ: রেজাউল ইসলাম ও খলিল আহমেদ, পরিচালকবৃন্দ এবং ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এর চীফ কনসালটেন্ট মোঃ আলী হোসেন, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর এন্ড কোম্পানী সেক্রেটারী সৈয়দ আব্দুল আজিজ, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর এন্ড সিএফও মোহাম্মদ আলমগীর কবির এফসিএ, এসিসট্যান্ট ম্যানেজিং ডাইরেক্টর মোস্তাফিজুর রহমান সহ অন্যান্য সিনিয়র কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।