প্রতিবাদ

আমাদের সংবাদ নামক পত্রিকায়/ অনলাইন পোর্টালে অদ্য সোমবার, তারিখঃ ১৫/১১/২০২১ইং “ফারইষ্ট এর বোর্ড ভেঙ্গে বিতর্কে বিএসইসি, চলছে মিটিং এর নামে লুটপাট, আতংকে গ্রাহকেরা” শিরোনামে একটি মিথ্যা এবং ভুল তথ্য সম্বলিত সংবাদ প্রকাশিত হয়েছে যা ফেসবুকের মাধ্যমে ছড়ানো হচ্ছে। উক্ত সংবাদে যে বিষয় গুলো নিয়ে আলোচনা করা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রনোদিত। ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড উক্ত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছে। সংবাদে প্রচার করা হয়েছে কোম্পানীর ব্যয় বেড়ে দাড়িয়েছে ১৮০%, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আরো উল্লেখ করা হয়েছে যে স্বতন্ত্র পরিচালকবৃন্দ মিটিং ফী হিসেবে ১২ লক্ষ টাকা নিয়েছেন যা সম্পূর্ণ তথ্য দ্বারা সমর্থিত নয়। বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড একচেঞ্জ কমিশন কর্তৃক ৯ সদস্যের স্বতন্ত্র পরিচালকবৃন্দ দ্বারা বোর্ড গঠিত হয়েছে। উক্ত বোর্ড-এর দ্বায়িত্ব দেওয়া হয় কোম্পানীর বিভিনড়ব খাতে অনিয়ম, দুর্নীতি নিরসন ও বেহাত হওয়া অর্থ এবং সম্পদ কোম্পানীতে ফিরিয়ে আনা। কিছু স্বার্থান্বেষী মহল উদ্দেশ্য প্রনোদিতভাবে কোম্পানীতে হওয়া দুর্নীতিকে ঢাকার জন্য এবং বর্তমান বোর্ডকে বিতর্কীত ও সুনাম ক্ষুন্ন করার জন্য প্রতিনিয়ত চেষ্টা করছে যার ফলশ্রুতিতে এ ধরনের অপপ্রচার ফেসবুকের মাধ্যমে ছড়ানো হচ্ছে যার বিরুদ্ধে কোম্পানী ও কোম্পানীতে কর্মরত কর্মকর্তা-কর্মচরীবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করছে।
কোম্পানী এই অপপ্রচারকারী, মিথ্যাবাদি, গুজব রটনাকারী এবং সুযোগ সন্ধানকারী চক্রের বিরুদ্ধে আইসিটি আইনে মামলার ব্যবস্থা গ্রহন করেছে।