২১তম বার্ষিক সাধারন সভা

ফারইষ্ট ইসলামী লাইফ  ইন্সুরেন্সের ২১তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত।

ফারইষ্ট ইসলামী লাইফ  ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড এর ২১তম বার্ষিক সাধারন সভা বুধবার(২২-ডিসেম্বর) সকাল ১১.০০টায় অনুষ্ঠিত হয়।পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. মো. রহমত উল্লাহ সভায় সভাপতিত্ব করেন। সভায় অংশগ্রহনকারী সদস্যরা ৩১ ডিসেম্বর-২০২০ সমাপ্ত বছরের বার্ষিক আর্থিক বিবরনী অনুমোদন করেন। ২০২০ সালে কোম্পানী মোট ৯৭৪ কোটি টাকা প্রিমিয়াম আয় করেছে।

কোভডি ১৯ এর কারনে (করোনাকালনি সময়ে) বিএসইসির  নির্দেশনা অনুসারে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে র্ভাচুয়ালি বার্ষিক সাধারণ সভা আয়োজন করা হয়। কোম্পানীর চেয়ারম্যান তার বক্তব্যে বলেন আর্থিক অনিয়ম ও দুর্নীতির কারণে বিনিয়োগকারী এবং পলিসি হোল্ডারদের র্স্বাথ রর্ক্ষাথে বিএসইসির পূর্বের র্পষদকে ভেঙ্গে দিয়ে ৯ জন স্বতন্ত্র পরিচালক নিয়োগ করে নতুন র্পষদ গঠন কর। নতুন র্পষদ ব্যবস্থাপনাকে র্কাযকর করতে ও ব্যবসার উন্নতির জন্যে র্সবােত্তম চেষ্টা করে যাচ্ছে।